কক্সবাজারের রামুতে সিএনজি ট্যাক্সি তল্লাশি করে ১ কেজি ৯৮০ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইসসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত বৃহস্পতিবার রাত ১০ টায় রামু উপজেলার মরিচ্যা–গোয়ালিয়া অভ্যন্তরীণ সড়কের গোয়ালিয়া লিংক রোড এলাকায় এ অভিযান চালানো হয়। আটক নূর মোহাম্মদ (৩৯) উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পশ্চিম পাগলিরবিল এলাকার আলী হোছেনের ছেলে। বিজিবির রামু ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ এ তথ্য নিশ্চিত করে জানান, রাতে মরিচ্যা–গোয়ালিয়া অভ্যন্তরীণ সড়কের গোয়ালিয়া লিংক রোড এলাকায় বিজিবির সদস্যরা যানবাহনে তল্লাশি করছিলেন। এক পর্যায়ে মরিচ্যার দিক থেকে আসা একটি সিএনজি ট্যাক্সির এক যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় বিজিবির সদস্যরা তাকে তল্লাশি করে। এ সময় লোকটির সাথে থাকা শপিং ব্যাগের ভেতর ১ কেজি ৯৮০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) পাওয়া যায়। আটক ব্যক্তির বিরুদ্ধে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।











