রাবিপ্রবিতে ‘বি’ ইউনিটের গুচ্ছভর্তি পরীক্ষায় উপস্থিতি ৭২ শতাংশ

রাঙামাটি প্রতিনিধি | শনিবার , ৪ মে, ২০২৪ at ১০:৪৭ পূর্বাহ্ণ

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) জিএসটি গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। রাবিপ্রবি ক্যাম্পাস ও দুইটি উপকেন্দ্রে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘বি’ ইউনিটের পরীক্ষায় ২ হাজার ৭৪৪ জন আবেদনকারী পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৯৯৭ জন উপস্থিত এবং ৭৪৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। উপস্থিতির হার ৭২ দশমিক ৭৮ শতাংশ।

পরীক্ষা চলাকালে রাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. সেলিনা আখতার, উপউপাচার্য প্রফেসর ড. কাঞ্চন চাকমা, রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ এবং ভারপ্রাপ্ত প্রক্টর ড. নিখিল চাকমা এবং গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ফোকাল পয়েন্ট ও বিজ্ঞান অনুষদের ডিন সহকারী অধ্যাপক ধীমান শর্মা কেন্দ্র পরিদর্শন করেছেন। এসময় তারা কেন্দ্রে দায়িত্বরত শিক্ষক, কর্মকর্তাকর্মচারী ও পরীক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। প্রসঙ্গত, আগামী ১০ মে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা ঘন্টাব্যাপী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে মাতৃভূমির ২৫ পথশিশু নিয়ে আলো সিঁড়ি বিদ্যানিকেতন
পরবর্তী নিবন্ধআনোয়ারায় দোকানিকে মারধর, মামলা