রাঙ্গুনিয়ায় বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে কাপ্তাই সড়কের ইছাখালী জেলে পাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহতরা হলেন মো. মামুন (২৪) ও সাঈদ আবদুল্লাহ (২০)। তারা পরস্পরের মামাতো-ফুফাতো ভাই।
প্রত্যক্ষদর্শীরা জানান, দাওয়াত খেয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন মামুন ও সাঈদ। ফেরার পথে একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হলে দুজনেই ছিটকে পড়েন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান স্থানীয়রা।
সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান মামুন। সর্বশেষ গতকাল শুক্রবার একটি বেসরকারি হাসপাতালে মারা গেলেন আব্দুল্লাহ। তিনি রাঙ্গুনিয়া পৌরসভার হাজীবাড়ি এলাকার মোহাম্মদ আলীর ছেলে । রাঙ্গুনিয়া থানার ওসি (তদন্ত) মো. মাহবুব মিল্কি জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। উল্লেখ্য, মামুন চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের আধুরপাড়া চাঁনগাজী বাড়ি এলাকার রেজাউল করিমের পুত্র।