রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া এলাকায় আগুনে পুড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে পারুয়া সাহাব্দীনগর এলাকায় রান্না ঘরের চুলা থেকে ওই আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। গণেশ দেবনাথ নামের ৩ বছর বয়সী শিশুটি স্থানীয় বিধান দেবনাথের ছেলে। খবর বিডিনিউজের।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লিটন হাওলাদার বলেন, ‘সাড়ে ৬টার দিকে আগুন লাগে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুন নেভানোর কাজের শেষ দিকে শিশুটির পরিবারের সদস্যরা জানায়, বাচ্চাটাকে তারা খুঁজে পাচ্ছে না। পরে আমরা তাদের ঘর থেকেই শিশুটির মরদেহ উদ্ধার করি।’ ওই ঘটনায় বিধান দেবনাথের ঘরসহ পাঁচ-ছয়টি কাঁচা বসত ঘর পুড়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।