রাঙ্গুনিয়ায় নিরাপদ অভিবাসন বিষয়ক কর্মশালা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ৪ মে, ২০২৪ at ১০:৪০ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রত্যাশা ২ প্রকল্পের ‘নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ’ শীর্ষক উপজেলা কর্মশালা গত সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান মেহবুব।

নূরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খান নুরুল ইসলাম, উপজেলা প্রাণিসস্পদ কর্মকর্তা ড. শরমিন আকতার, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহিউদ্দিন, শিক্ষা কর্মকর্তা মো. হিন্দোল বারী, সমবায় কর্মকর্তা দিবাকর দাশ মান্না, ইউপি চেয়ারম্যান মো. নুরুল্লাহ, শিক্ষক এম মোরশেদ আলম, মোহাম্মদ কায়ছার হামিদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসংসদ নির্বাচন নিয়ে চক্রান্তের শেষ কোথায়?
পরবর্তী নিবন্ধখুলশী ও আকবরশাহ থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের র‌্যালি