রাঙ্গুনিয়ায় উন্মুক্ত জলাশয়ে ৯৫৩ কেজি কার্প জাতীয় পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। গত বুধবার সকালে পারুয়া, স্বনির্ভর রাঙ্গুনিয়া ও হোছনাবাদ ইউনিয়নের ইছামতি রাবার ড্যাম সংলগ্ন ঘাগড়া খালে এসব পোনা অবমুক্ত করা হয়। উপজেলা মৎস্য দপ্তরের চলমান ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প (মৎস্য অধিদপ্তর) ২০২৪–২৫ অর্থ বছরে পোনামাছ অবমুক্তি কার্যক্রম গ্রহণ করা হয়।
পোনা অবমুক্তকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরমিন আক্তার, উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম, সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহিউদ্দিন, সমবায় কর্মকর্তা পার্থ কুমার বিশ্বাস, পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি মো. আবুল কালাম আজাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা সুজাত কুমার চৌধুরী, মাঠ সহকারী মো. ওবাইদুল হক প্রমুখ।