রাঙ্গুনিয়ায় আ. লীগ নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৫ মার্চ, ২০২৪ at ৯:৫১ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনাকদমতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়নের ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মো. হারুনকে (৬১) প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। গত রবিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। মো. আমির হামজা ওরপে হামজু (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে এই অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগী মো. হারুন বলেন, আমাকে ফোনে হুমকি দেয়ার পর নম্বারটির রেজিস্ট্রেশন পরীক্ষা করে দেখি এটি হামজুর নম্বার। আমি সকল ইউপি সদস্যকে নিয়ে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় সে আমাকে স্বপরিবারে প্রাণে মারার হুমকি দিয়েছে। কিন্তু দুঃখের কথা হল থানায় লিখিত অভিযোগের পরও পুলিশ ঘটনাস্থলে এলেও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। বিষয়টি আমি রাঙ্গুনিয়ার সাংসদ পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ মহোদয়কে অবহিত করেছি। এ বিষয়ে অভিযুক্ত হামজু ফোন করার কথা স্বীকার করলেও প্রাণনাশের হুমকির কথা অস্বীকার করেন। তিনি বলেন, আমাকে নিয়ে হারুন দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় অপপ্রচার চালিয়ে আসছে। সেই অপপ্রচার না করার জন্য ফোন দিলে এটিকে সে প্রাণনাশের হুমকি দিয়েছে বলে মিথ্যা অভিযোগ সাজাচ্ছে।

এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার ওসি (তদন্ত) খান নুরুল ইসলাম জানান, রাতে লিখিত অভিযোগ পাওয়ার পর আমরা বিষয়টি তদন্ত শুরু করেছি। ভুক্তভোগী অসহযোগিতার কথা যেটি বলছেন সেটি ঠিক না। এই ধরনের অভিযোগের ধারায় অভিযুুক্তের ঘরে রাত ২টার পর যাওয়ার কোন নিয়ম নেই। বিষয়টি আমরা তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

পূর্ববর্তী নিবন্ধলালখানবাজারে ইটবোঝাই ট্রাক উল্টে গিয়ে পড়লো বাসাবাড়িতে
পরবর্তী নিবন্ধট্রাম্প প্রেসিডেন্ট প্রার্থী হতে অযোগ্য নন, রায় সুপ্রিম কোর্টের