রাঙামাটির সাজেকে পর্যটকবাহী মাইক্রোবাস খাদে পড়ে আহত ১২

রাঙামাটি প্রতিনিধি | বুধবার , ২২ সেপ্টেম্বর, ২০২১ at ১০:১৬ অপরাহ্ণ

রাঙামাটির সাজেকে পর্যটকবাহী একটি মাইক্রোবাস খাদে পড়ে ১২ জন পর্যটক আহত হয়েছেন। বাঘাইছড়ির সাজেক রুইলুই পাড়া থেকে ফেরার পথে হাউজপাড়ার ডাবু আদাম এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো-চ ১৯-০৪৪৫) পাহাড়ের ১শ’ ফুট নিচে গভীর খাদে পড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বুধবার (২২ সেপ্টেম্বর) বিকালে সাজেক থেকে খাগড়াছড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

সংবাদ পেয়ে সেনাবাহিনীর একটি দল তাদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠায়।

আহত পর্যটকদের মধ্যে ৬ মাসের অন্তঃসত্ত্বা এক নারীও রয়েছেন। তারা সবাই রাজশাহী শহরের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

তাদের মধ্যে গুরুতর আহত হয়েছেন রাইসুল ইসলাম (২৮), মোছা. খাদিজা বেগম (৩৫), মোছা. দুলালী (৩২) ।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধবাড়ির ফলস সিলিংয়ে ১০ কোটি টাকার ক্রিস্টাল মেথ
পরবর্তী নিবন্ধবাঁশখালী-আনোয়ারায় পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রীসহ আহত ৭