রাঙামাটিতে ‘ন্যায়কুঞ্জ’র ভিত্তিপ্রস্তর উদ্বোধন

রাঙামাটি প্রতিনিধি | মঙ্গলবার , ২৭ জুন, ২০২৩ at ১০:০৮ পূর্বাহ্ণ

দেশের প্রত্যেক জেলা ও দায়রা জজ আদালতের মত রাঙামাটি জেলা জজ আদালতে আগত বিচারপ্রার্থীগণের বিশ্রামের জন্য ‘ন্যায়কুঞ্জ’ নামে একটি বিশ্রামাগারের উদ্বোধন করা হয়েছে। গত রোববার প্রধান অতিথি হিসেবে বিশ্রামাগারটির উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপীল বিভাগের বিচারপ্রতি বোরহান উদ্দিন।

উদ্বোধনকালে বিচারপতি বলেন, বিচার প্রাপ্তির জন্য বিপুল সংখ্যক বিচারপ্রার্থীকে প্রতিনিয়ত আদালত প্রাঙ্গণে যাতায়াত করতে হয়। বিচার কার্যক্রম শুরুর আগে ও পরে বিচারপ্রার্থীদের আদালতের প্রাঙ্গণে অপেক্ষা করতে হয়। এক্ষেত্রে বেশি সমস্যার সম্মুখীন হয় নারী, অসুস্থ ব্যক্তি ও মায়েরা। এ সংকট লাঘবে প্রধান বিচারপতি দেশের প্রতিটি জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীগণের বিশ্রামের জন্য বিশ্রামাগার নির্মাণের উদ্যোগ নেন।এসময় রাঙামাটি সিনিয়র জেলা ও দায়রা জজ সহিদুল ইসলাম, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাওহিদুল হক, লিগ্যাল এইড অফিসার সহকারী জজ মো. জুনাইদসহ অন্যান্য বিচারকগণ এবং আইনজীবী সমতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধসরাইপাড়া আ.লীগের সভা ও র‌্যালি
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের অর্ধ-শতাধিক গ্রামের মানুষ ঈদুল আযহা পালন করবে কাল