রাঙামাটি শহরে দেড় কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময় একটি সিএনজি জব্দ করা হয়েছে। গতকাল সোমবার জেলা শহরের হ্যাপির মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।আটকৃতরা হলেন, রাজন চাকমা (৩০) ও উদ্দীপ চাকমা (২৪)। তারা দুজনই জেলার নানিয়ারচর উপজেলার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ওসি দৌস মোহাম্মদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একটি সিএনজিঅটোরিকশা ও দেড় কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।