রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে রুপকারী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার ও জনসংহতি সমিতি এমএন লারমা দলের নেতা সমর বিজয় চাকমাকে গুলি করে হত্যার দায়ে জনসংহতি সমিতি সন্তু লারমা দলের ১০ সদস্যের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৮ জনসহ মোট ১৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে নিহতের বড় ভাই বিনয় চাকমা।
মামলায় জেএসএস সন্তু লারমা দলের নেতা মনিময় চাকমা ও বড় ঋষি চাকমাকে প্রধান আসামি করা হয়।
আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে এই মামলাটি বাঘাইছড়ি থানায় নথিভুক্ত করা হয়। বাঘাইছড়ি থানার এসআই সাইদ আসাদ বিষয়টি নিশ্চিত করেন।
প্রসঙ্গত, গতকাল বুধবার দুপুর ১টায় উপজেলা পরিষদ কার্যালয়ের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কক্ষে দুইজন সশস্ত্র সন্ত্রাসী গুলি করে জেএসএস এমএন লারমা দলের নেতা ও ইউপি সদস্য সমর বিজয় চাকমাকে হত্যা করে পালিয়ে যায়।
এই ঘটনায় জেএসএস সন্তু লারমা দলকে দায়ী করে বিবৃতি দেয় জেএসএস এমএন লারমা দলের বাঘাইছড়ি থানা কমিটির সাধারণ সম্পাদক জোসি চাকমা কিন্তু হত্যার কথা অস্বিকার করেন জেএসএস সন্তু দলের বাঘাইছড়ি থানা কমিটির সাধারণ সম্পাদক ত্রিদিপ চাকমা।