রাউজান প্রেস ক্লাবের আলোচনা সভা ও ইফতার মাহফিল গত ১২ এপ্রিল ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর আসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন। স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম। বক্তব্য রাখেন রাউজান পরিবেশ দূষণ প্রতিরোধ আন্দোলনের সাধারণ সম্পাদক এম এন আবছার, ইসহাক ইসলাম, সাবের হোসেন, এম বেলাল উদ্দিন, প্রদীপ শীল, এস এম ইউসূফ উদ্দিন, সাহেদুর রহমান মোরশেদ, নেজাম উদ্দিন রানা, কামাল উদ্দিন হাবিবী, মো. হাবিবুর রহমান, কামরুল ইসলাম বাবু, আমীর হামজা, জিয়াউর রহমান, আরাফাত হোসাইন, শাহাদাত হোসেন সাজ্জাদ প্রমুখ।