মুজিববর্ষ ও রাউজানে বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি রাউজানে ১৫দিন ব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন করেছে। গতকাল রোববার বিকালে রাউজান কলেজ মাঠে জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে করেন মেলার উদ্বোধন করেন জেলা মুক্তিযোদ্ধা সাংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরওয়ার কামাল। প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাবের সভাপতিত্বে ও কমিটির সচিব পৌর মেয়র জমির উদ্দিন পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগ নেতা ফারাজ করিম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, চিত্র নায়িকা অপু বিশ্বাস, মীর সাব্বির, বিশ্ব ব্যাংকের সাবেক পরামর্শক শাহ আলম চৌধুরী। উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ও পৌর কাউন্সিলরগন।