রাউজানে স্বেচ্ছাশ্রমে মাটি কেটে রাস্তা প্রশস্ত করলো এলাকাবাসী

রাউজান প্রতিনিধি | শনিবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:১৬ পূর্বাহ্ণ

এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে গ্রামের রাস্তা প্রশস্ত করার কাজ করছেন রাউজান সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ফজু মহালদার পাড়ার মানুষ। প্রায় অর্ধ কিলোমিটার লম্বা এই রাস্তাটির দুপাশ মাটি ভরাট করার মাধ্যমে প্রস্থ করার কাজের উদ্বোধন করেন স্থানীয় চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু। উদ্বোধনের আগে তিনি এলাকার নবীন প্রবীণ স্বেচ্ছাসেবীদের এ কাজের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, ইউনিয়নের সব সব বড় রাস্তা আরসিসি ঢালাই ও কার্পেটিংয়ের মাধ্যমে উন্নয়ন করে দিয়েছেন সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। আপনাদের ভোটে তিনি আবারও এমপি পুননির্বাচিত হয়েছেন। আগামীতে রাউজানের প্রতিটি রাস্তা আরসিসি ঢালাই ও কার্পেটিংয়ের আওতায় আসবে। গত সোমবার এই উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি সদস্য দিলীপ কুমার দে, ইউপি সদস্য মো. সাইফুদ্দিন। উপস্থিত ছিলেন ইউপি সদস্য শাহাবুদ্দিন মেম্বার, ইউনিয়ন আ.লীগ নেতা আব্দুর রশিদ, মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ খোরশেদ আলম, মোহাম্মদ কাশেম, নূর হোসেন দুলাল, মোঃ জামাল উদ্দিন, মোঃ মানিক, রবিউল হোসেন রিমন, শাহেদ, মনির উদ্দিন, মোঃ আজাদ, রকি, আমিনুল হক, মোঃ হানিফ, হারুন, ইসহাক, ইসমাইল, ইলিয়াস, নাঈম, মোঃ বেলাল, হাসান, তসলিম, মিনহাজ, হেলাল, ইরফাত, রমজান, জাহাঙ্গীর প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমাদরাসা শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে
পরবর্তী নিবন্ধটেকনাফ সীমান্তে এসে পড়লো মিয়ানমার থেকে ছোঁড়া ৪ গুলি