রাউজানে স্বরূপানন্দ পরমহংসদেবের আবির্ভাব উৎসব আজ

| শুক্রবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৩ at ৯:৪৯ পূর্বাহ্ণ

রাউজানস্থ চিগ্‌সু অখণ্ড মণ্ডলীর উদ্যোগে আজ বৃহস্পতিবার কুণ্ডেশ্বরী ঘাটাস্থ মণ্ডলীর উপাসনা মন্দির প্রাঙ্গণে স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের আবির্ভাব উৎসব অনুষ্ঠিত হবে।অনুষ্ঠানসূচিতে রয়েছে ধর্মীয় সভা, হরিওঁ কীর্ত্তন এবং পরিশেষে শান্তিবাচন।

সভায় প্রধান আলোচক থাকবেন ঢাকা অখণ্ড মণ্ডলীর সাধারণ সম্পাদক সুরেশ ব্রহ্মচারী। বক্তব্য রাখবেন শারদাঞ্জলি ফোরাম চট্টগ্রামের প্রতিষ্ঠাতা সভাপতি অজিত কুমার শীল মাস্টার। প্রেস বিজ্ঞপ্তি।