রাউজান থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসামির নাম হুমায়ুন কবির। সে নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন গ্রামের আব্দুর রশীদের ছেলে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভুইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে কর্ণফুলী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।












