‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এই স্লোগানে রাউজানে বিভিন্ন কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। গত ১৩ অক্টোবর উপজেলার ফায়ার সার্ভিস কর্মী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহন করে। কর্মসূচিতে ছিল আলোচনা সভা, র্যালি, অগ্নিনির্বাপণ মহড়া।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগজ্যাই মারমা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ–ই জাহান, শিক্ষক দোলোয়ার হোসেন প্রমুখ।












