আম গাছ থেকে কাঁচা আম পাড়তে বাধা দেয়ায় রাউজানের কদলপুর এলাকার ফেদু মিয়া গাজীর বাড়ির এক বৃদ্ধকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে।
আহত বৃদ্ধকে এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার (৮ মে) ঘটনাটি জানিয়ে রাউজান থানায় মামলা রুজু করেছে বলে জানান আহত ব্যক্তির স্ত্রী মনোয়ারা বেগম। আহত ব্যক্তির কন্যা হোসনে আরা বেগম অভিযোগ করে বলেন, “গত ৪ মে আম চুরির ঘটনাটি ঘটলে বাধা দেয় আমার মা। ঐদিন বাড়ির আব্দুর রহীম ও তার নাতি সাকিলসহ ৪ জন আমার মাকে মারধর করে আহত করে। ঐদিনের ঘটনার বিষয়টি জানিয়ে থানায় অভিযোগ করলে আক্রমণকারীরা ক্ষেপে যায়। তারা আমার পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি দিয়ে অভিযোগপত্র প্রত্যাহর করে নিতে বলে। এতে আমার বাবা রাজি না হলে গতকাল ৭ মে তাকে কুপিয়ে আহত করে তারা।”
স্থানীয় ইউপি চেয়ারম্যান তসলিম উদ্দিন চৌধুরীর কাছে বিষয়টি জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “এ বিষয়ে আইনী পদক্ষেপ নেয়া হয়েছে।”
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন মামলা রুজু হওয়ার কথা স্বীকার করেন।