রমজান মাসে ব্যবসায়ীদের সদয় হওয়া উচিত

| বুধবার , ২৯ মার্চ, ২০২৩ at ৫:৫৫ পূর্বাহ্ণ

মাহে রমজান হল একটি পবিত্র মাস। প্রত্যেক মুসলিমের জন্য এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরো রমজান মাস জুড়ে মুসলিমরা সারাদিন উপবাসের মাধ্যমে রোজা পালন করে থাকে। ভোরের পূর্বে সাহরী ও সন্ধ্যায় ইফতারের মাধ্যমে সারাদিনের ক্লান্তি দূর করেন। কিন্তু, অধিকাংশই নিজেদের চাহিদা ও তৃপ্তি অনুযায়ী সাহরী ও ইফতারে শামিল হতে পারেন না। কারণ বর্তমান দ্রব্যমূল্য এতই বেশি যে, সবার জন্য তা মোটেই সহনীয় নয়। বিশেষ করে, রমজান মাস এলে ব্যবসায়ীগণ দ্রব্যমূল্য আরো দ্বিগুণ বৃদ্ধি করে থাকে। এটা পুরোপুরি অমানবিক।

অথচ, মাহে রমজানের সম্মানে এবং মুসলিমের সারাদিনের উপবাসের গ্লানি দূর করতে ব্যবসায়ীদের সবচেয়ে বেশি সদয় হওয়া উচিত। দ্রব্যমূল্য হ্রাস করে সর্বত্র মুসলিমের পাশে থাকা প্রত্যেক ব্যবসায়ীদের একান্ত অপরিহার্য। আরব কান্ট্রিতে এই দৃশ্যটা সবচেয়ে বেশি দৃশ্যমান হলেও আমাদের দেশে ঠিক উল্টো চিত্র প্রতিয়মান। অতএব, প্রত্যেক ব্যবসায়ীগণ রোজাদারের প্রতি আন্তরিক হোন এবং রমজান মাসের সম্মানে নিজেদেরকেও একটু সম্মানিত করুন। পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিশেষ আর্জি জানাচ্ছি।

আবদুর রশীদ

সাতকানিয়া, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধধীরেন্দ্রনাথ দত্ত : রাষ্ট্রভাষা বাংলার প্রথম দাবিদার
পরবর্তী নিবন্ধমেধা বিকাশে উৎসাহ প্রদান