আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশের উদ্যোগে গতকাল শনিবার নগরীর রেডিসন ব্লুতে মানব হিতৈষী গণ্যমান্য ব্যক্তিদের সম্মানে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বক্তারা বলেছেন, মাহে রমজান মানুষের বিশুদ্ধ চরিত্র গঠন ও সত্যিকার মুমিন হিসেবে গড়ে ওঠার এক কার্যকর প্রশিক্ষণ। পারস্পরিক হিংসা–বিদ্বেষ, হানাহানি ও আত্ম–অহংবোধ ভুলে গিয়ে জাতীয় জীবনে একটি সুন্দর, সুখী ও সমৃদ্ধিশালী সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্যতম সহায়ক শক্তি এ রমজান।
সংগঠনের চেয়ারম্যান মাওলানা কাজী জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন–জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগর সভাপতি সোলায়মান আলম শেঠ, পিপি এড. ইফতেখার সাইমুল চৌধুরী, দৈনিক আজাদীর চীফ রিপোর্টার হাসান আকবর, দৈনিক পূর্বদেশের নির্বাহী সম্পাদক জহিরুল ইসলাম, আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ একেএমবির বোর্ড অব ট্রাস্টির অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন, সচিব স ম হামেদ হোসাইন, এইচ এম মুজিবুল হক শাকুর, মনছুর আহমদ, শাহজাদা আলম সাজু, শামীম মোহাম্মদ, হাজী মোহাম্মদ ওসমান, সালামত উল্লাহ, মোয়াজ্জেম হোসেন, মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন, মুহাম্মদ হাসান, শাহ আলম ইমন। আরও উপস্থিত ছিলেন–অধ্যক্ষ এম ইব্রাহিম আখতারী, খান এ সবুর, এস এম আব্দুল করিম তারেক, পীরজাাা আসাদ উদ্দীন রিয়াদ শাহ, অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, কাজি মোস্তফা কলিম, মাওলানা ওয়াহেদ মুরাদ, মোজাম্মেল হক, লায়ন মোহাম্মদ এমরান, আলম রাজু, মাওলানা হাসমত আলী তাহেরী, মাওলানা মহিউদ্দিন তাহেরী, প্রবাসী, আজাদুর রহমান আজাদ, সিরাজুল মোস্তফা মুক্তা, কফিল উদ্দীন রানা, এনামুল হক, খ ম জামাল উদ্দিন, আহমদ রেজা, যুবনেতা, আলাউদ্দিন আজাদ, ইউসুফ কবির, ছাত্রনেতা কাউসারুল ইসলাম সোহেল, আব্দুল্লাহ আল মুমিন, রাসেদুল ইসলাম রাসেল ও মোহাম্মদ শহিদুল্লাহ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।