রমজানে দ্রব্যমূল্য সহনীয় হোক

| সোমবার , ১ এপ্রিল, ২০২৪ at ১০:২৮ পূর্বাহ্ণ

মুসলমানদের অতি গুরুত্বপূর্ণ মাস রমজান আমাদের দোরগোড়ায় চলে এসেছে। অন্যান্য মাসের চেয়ে রমজান মাসে মানুষের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের চাহিদা কিছুটা বৃদ্ধি পায়। আর এই সুযোগেই দেশের কিছু অসাধু ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়। যা যুক্তিসংগত নয়। সৌদি আরবসহ বিশ্বের অন্যান্য মুসলিমপ্রধান দেশগুলোতে রমজান মাস উপলক্ষে নিত্য পণ্যের দাম কমিয়ে দেয়, মুসলমানদের জন্য থাকে বিশেষ ছাড়ের সুযোগ। তবে আমাদের দেশে দেখা যায় ভিন্ন চিত্র ! রোযায় যেসব পণ্য বেশি বেচাকেনা হয়, সেগুলোর দাম হয় আকাশচুম্বী। যার ফলে পুরো রমজান মাসজুড়ে কষ্ট পোহাতে হয় সাধারণ খেটে খাওয়া মানুষদের। কৃষক, শ্রমিক ও রিক্সাচালকদের। রমজানে খেজুর, আটা, চিনি, ভোজ্য তেল, মিষ্টিসহ বেশিরভাগ সবজি ও মাংসের দাম বেড়ে যায়। যা মোটেও কাম্য নয়। পর্যাপ্ত পরিমাণে এসব পণ্যের সরবরাহ থাকা সত্ত্বেও কিছু অসাধু ব্যবসায়ী ও অবৈধ মজুদদার ও আড়তদারদের কারণে এসকল পণ্যের দাম বেড়ে যায় রমজানে। সাধারণ খেটে খাওয়া মানুষ এবং নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের কথা বিবেচনা করে রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি বাজার পরিস্থিতি সহনীয় রাখতে নিয়মিত ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান অব্যাহত রাখার আহবান করছি।

ইমরান খান রাজ

প্রাক্তন শিক্ষার্থী,

বি.বি.এস, পদ্মা সরকারি কলেজ, ঢাকা।

পূর্ববর্তী নিবন্ধহাসান হাফিজুর রহমান : প্রগতি চেতনায় উজ্জ্বল ব্যক্তিত্ব
পরবর্তী নিবন্ধমশায় অতিষ্ঠ নগরবাসী