পটিয়া উপজেলার ছনহরা গ্রামের মৃত যতীশ চন্দ্র ভট্টাচার্যের বড় ছেলে সমাজসেবী রতন কুমার ভট্টাচার্য (৭৫) গত ২৪ আগস্ট নগরীর একটি ক্লিনিকে পরলোকগমন করেছেন। ছনহরা কালীবাড়ী কমিটির উপদেষ্টা রতন ভট্টাচার্য সংস্কৃতি সংগঠক ও শিল্পী সুজিত ভট্টাচার্য দোলনের বড় ভাই।