রজমানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে জেলা প্রশাসককে স্মারকলিপি

| শনিবার , ২ মার্চ, ২০২৪ at ৭:৫৪ পূর্বাহ্ণ

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় ভোগ্য পণ্যের দাম স্থিতিশীল রাখা, ভেজাল ও মজুদদারির বিরুদ্ধে অভিযান পরিচালনার দাবিতে গত বুধবার দুপুর ১টায় চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান কে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, যুগ্ম সম্পাদক আবছার উদ্দিন অলি, আবু বক্কর সিদ্দিক, মহিলা বিষয়ক সম্পাদক এড. বিবি আয়েশা, দপ্তর সম্পাদক মোরশেদ আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদ। স্মারকলিপি প্রদানকালে জেলা প্রশাসক বলেন, পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান সহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ভেজাল ও মজুদদারের বিরুদ্ধেও চলমান অভিযান অব্যাহত থাকবে বলে সার্ক নেতৃবৃন্দকে তিনি আশ্বস্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘আলোকভাষায় বিশ্বচিত্র’ প্রদর্শনী উদ্বোধন
পরবর্তী নিবন্ধহাইটেক পার্কের প্রস্তাবিত স্থান পরিদর্শনে প্রতিমন্ত্রী পলক