রোটারী জেলা ৩২৮২ বাংলাদেশের সেক্রেটারি ইলেক্ট ট্রেনিং সেমিনার ও ট্রেজারার ইলেক্ট ট্রেনিং সেমিনার রোটারি ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার স্বাগতিকতায় কুমিল্লা ভার্চুয়াল ফান টাউনে ডিস্ট্রিক্ট্র সেক্রেটারি মোহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় ও ইভেন্ট চেয়ার সিপি ফারুক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী জেলা গভর্নর ইলেক্ট রুহেলা খান চৌধুরী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট্র ফাস্ট জেন্টেলম্যান মো. জিয়া উদ্দিন চৌধুরী, সাবেক জেলা গভর্নর এম এ আহাদ, ড. মীর আনিসুজ্জামান, ডা. মনজুরুল হক চৌধুরী, ডিলনাশিন মোহসেন, ড. বেলাল উদ্দিন আহমেদ, নমিনি ইঞ্জি. মোহাম্মদ মতিউর রহমান, ড. আবু আইয়ুব হামিদ, সামিনা ইসলাম।
সেমিনারে জেলার বিভিন্ন ক্লাবের প্রায় ৩ শতাধিক সেক্রেটারি, ট্রেজারারসহ রোটারীর নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। প্রধান অতিথি জেলা গভর্নর ইলেক্ট রুহেলা খান চৌধুরী বলেন, যোগ্য নেতৃত্বের জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। ক্লাবগুলোকে গতিশীল ও সেবার পরিধি বৃদ্ধির লক্ষ্যে রোটারী লিডারদের প্রশিক্ষণ খুবই জরুরি। এর মাধ্যমে নিজেদেরকে দক্ষ সংগঠক হিসেবে তৈরী করার সুযোগ রয়েছে।