যুবকের বিরুদ্ধে আদালতে মামলা

ফেসবুকে বঙ্গবন্ধু সম্পর্কে কটূক্তি ও প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৭ মে, ২০২৪ at ৮:৫৬ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু সম্পর্কে কটূক্তি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় মোহাম্মদ হারুন নামের এক যুবকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে। গতকাল চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালের বিচার জহিরুল কবির চৌধুরীর আদালতে তথ্য প্রযুক্তি আইনে মামলাটি করেন ভুজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. সেকান্দর। শুনানি শেষে বিচারক মামলাটি তদন্ত করে প্রতিবেদন দিতে কাউন্টার টেররিজম ইউনিটকে নির্দেশ দেন।

বাদীর আইনজীবী ও জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ আইডি থেকে মুহাম্মদ হারুন নামের ঐ যুবক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে এবং ভুজপুরের স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে ভয়ানক বিদ্বেষ মূলক, জনস্বার্থ বিরোধী বক্তব্য প্রদান করেছেন। এছাড়া বঙ্গবন্ধু সম্পর্কে কটূক্তি ও প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি নজরে পড়লে আমার মক্কেল মো. সেকান্দর আদালতে হাজির হয়ে মামলা দায়ের করেছেন। আদালত তার বক্তব্য শুনেছেন। পরে আদেশ দেন। আদেশ অনুযায়ী কাউন্টার টেররিজম ইউনিট মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করবেন।

পূর্ববর্তী নিবন্ধজলাতঙ্ক নির্মূলে কুকুরের টিকাদান কর্মসূচি চালাবে চসিক
পরবর্তী নিবন্ধমার্চ শেষে দেশে বেকার ২৫ লাখ ৯০ হাজার: বিবিএস