যুক্তরাষ্ট্রে শনাক্ত রোগী ছাড়াল ৮০ লাখ

| শনিবার , ১৭ অক্টোবর, ২০২০ at ৫:৩০ পূর্বাহ্ণ

মহামারী আকারে ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাসে বিশ্বের মধ্যে সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে শনাক্ত রোগীর সংখ্যা ৮০ লাখ ছাড়িয়ে গেছে।
এর মধ্যে শেষ ১০ লাখ শনাক্ত হয়েছে এক মাসেরও কম সময়ে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের টালি অনুযায়ী, মহামারী শুরুর পর থেকে গতকাল শুক্রবার বাংলাদেশ সময় বিকাল ৩টা পর্যন্ত কোভিড-১৯ দেশটির ২ লাখ ১৭ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। যুক্তরাষ্ট্রে বুধবার প্রায় ৬০ হাজার নতুন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এ সংখ্যা ১৪ অগাস্টের পর সর্বোচ্চ।
দেশটির প্রায় সব অঞ্চলে সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। শীতের সময়ে লোকজন যখন ঘরে থাকবে তখন সংক্রমণ আরও বাড়বে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন। মধ্য পশ্চিমাঞ্চলীয় ও উত্তর-পূর্বাঞ্চলীয় সব রাজ্যেই গত চার সপ্তাহে যত রোগী শনাক্ত হয়েছে, তা আগের ৪ সপ্তাহে শনাক্ত রোগীর চেয়ে বেশি। উইসকনসিন, সাউথ ডাকোটা এবং নিউ হ্যাম্পশায়ারে একমাসে শনাক্ত রোগীর সংখ্যা তার আগের মাসের তুলনায় দ্বিগুণ হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন শি জিনপিং
পরবর্তী নিবন্ধজম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা ফেরাতে মেহবুবা-ফারুক আবদুল্লাহ একজোট