যুক্তরাষ্ট্রের অভিবাসন এজেন্টরা বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার এক গাঁজা নার্সারিতে অভিযান চালিয়ে প্রায় ২০০ জন অবৈধ অভিবাসী শ্রমিককে গ্রেপ্তার করেছে। খবর বিডিনিউজের।
অভিযানকালে আহত একজন শ্রমিক শুক্রবার মারা গেছেন বলে এক শ্রমিক অধিকার আন্দোলনকারী গোষ্ঠী জানিয়েছে। এরপর যুক্তরাষ্ট্রের এক ফেডারেল আদালত ট্রাম্প প্রশাসনকে অবৈধ অভিবাসীদের আটক করতে তাদের সবচেয়ে আক্রমণাত্মক কৌশলগুলো সাময়িকভাবে বন্ধ রাখার আদেশ দিয়েছে। রযটার্স জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের গ্রামীণ এলাকায় ওই অভিযান চলাকালে বহু অভিবাসী–অধিকার আন্দোলনকারী ফেডারেল এজেন্টদের বাধা দেয়। এ সময় দুইপক্ষের মধ্যে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়। যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের গণহারে গ্রেপ্তার করে নিজ দেশে ফেরত পাঠানোর পদক্ষেপ নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ওই উদ্যোগের অংশ হিসেবে এসব অভিযান চালানো হচ্ছে। অভিবাসন এজেন্টরা কৃষি খামারটির শ্রমিকদের লক্ষ্যস্থল করেছে কি না, কর্তৃপক্ষ তা নিয়ে পরস্পরবিরোধী বিবৃতি দিয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, এই খামারটির প্রায় অর্ধেক শ্রমিকের যুক্তরাষ্ট্রে কাজ করার কোনো বৈধ অনুমতিপত্র নাই। যুক্তরাষ্ট্রের ফেডারেল এজেন্টরা ও অভিবাসন কর্মকর্তারা অভিযান চালানোর সময় কৃষি খামারটি ছেড়ে যাচ্ছে বেশ কয়েকটি মাইক্রোবাস।
যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) জানিয়েছে, এই অভিযানে ওই গাজা চাষ ও উৎপাদনকারী খামারটির দুটি অবস্থানে অভিযান চালিয়ে প্রায় ২০০ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়। এক ইমেইল বিবৃতিতে ডিপার্টমেন্টটি জানিয়েছে, এজেন্টরা খামারটিতে ১০ জন শিশু অভিবাসীকেও পেয়েছে। কাস্টমস এন্ড বার্ডার প্রটেকশন কমিশনার রডনি স্কট সামাজিক মাধ্যম এঙ এ এক পোস্টে জানিয়েছেন, শিশু শ্রম আইন লঙ্ঘন করার জন্য খামারটির বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে। তবে ক্যালিফোর্নিয়ার অন্যতম শীর্ষ গাঁজা কোম্পানি গ্লাস হাউজ ব্রান্ডস তাদের খামারে হওয়া এই অভিযানের বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।