দক্ষিণ রাউজানের বাগোয়ান ইউনিয়নের গশ্চি গ্রামে আনোয়ার পাশার উদ্যোগে প্রায় ৪০ একর জমির উৎপাদিত পাকা বোরো ধান কাটার উৎসব উদ্বোধন করেছেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। গতকাল বৃহস্পতিবার সকালে অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি নিজে যান্ত্রিক মেশিনে বসে ধান কাটেন। এসময় কৃষিজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, রাউজানের কোনো জমি অনাবাদি রাখা যাবে না, কৃষিকাজে যার যতটুকু সহায়তা দরকার সব ধরনের সুযোগ-সুবিধা দেয়া হবে। তিনি কৃষি জমি ভরাট করে কেউ যাতে বাড়ি ঘর নির্মাণ করতে না পারে সেদিকে নজর রাখতে স্থানীয় চেয়ারম্যান-মেম্বারদের নির্দেশ দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, কৃষি কর্মকর্তা সাব্বির আহমেদ, ইউপি চেয়ারম্যান ভুপেশ বড়ুয়া। অনুষ্ঠান পরিচালনা করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন চেয়ারম্যান সাহাবুদ্দিন আরিফ, মোহাম্মদ রোকন উদ্দিন প্রমুখ।