নারায়ণগঞ্জে চাইনিজ রাইফেল দিয়ে পুলিশের গুলি করার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে এর তদন্ত দাবি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে নেতাকর্মীদের ওপর পুলিশের বেআইনি কার্যক্রমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়েও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। গতকাল শনিবার বিকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নারায়ণগঞ্জে শাওন প্রধান নিহতের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। খবর বিডিনিউজের।
তিনি বলেন, আজকের এই সভা থেকে আমরা দাবি করছি যে, পত্র পত্রিকায় এই যে ছবি (চাইনিজ রাইফেল তাক করা), এই ছবি তদন্ত করে আনুক এবং যিনি এই রাইফেল নিয়ে পয়েন্ট লাইনে গুলি করেছেন তার তদন্ত করে তাকে আইনের আওতায় এনে তাকে সাজা দিতে হবে। যদি না দেন। আমরাও বসে থাকব না, বসে নাই। ভোলাতে মামলা করেছি, নারায়ণগঞ্জের হত্যাকাণ্ডের মামলা করব। যত আইন ভঙ্গ করে বেআইনিভাবে, আমার ভাইদের ওপর অত্যাচার করবে ততবার মামলা হবে।
নারায়ণগঞ্জে শাওন প্রধান নিহত হওয়ার ঘটনা তুলে ধরে তিনি বলেন, বলা হচ্ছে, এই এসআই কনকের চাইনিজ রাইফেল রাখার কোনো এখতিয়ার ছিল না। তাহলে এই চাইনিজ রাইফেলটা আসলো কোত্থেকে? কোন আদেশ বলে সে গুলি করল আমার ভাইকে। পুলিশকে কি সেই এখতিয়ার দেয়া হয়েছে যে, একজন মানুষ বিনা কারণে পুলিশ গুলি করে হত্যা করবে? সরকারকে অবশ্যই জবাব দিতে হবে এই হত্যার জন্য দায়ী কে?
এ বিষয়ে আলোকচিত্রসহ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিকদের ধন্যবাদ জানান বিএনপি মহাসচিব।