রজঃস্বলা হয়েছে মাটি বৃষ্টিরই পরশে
দেখবো সবুজ ভোর
সবুজ শিশু ভ্রুণের সবুজতায়।
মানুষের হৃদয়কেও জাগিয়ে দেয়
এক ফোঁটা বৃষ্টির ছোঁয়া
সিক্ত করে দেয় প্রেম আবেগ
শোনা যায় ভবিষ্যতের আহবান
পৃথিবীর জঠরে নিয়েছে ঠাঁই নতুন প্রজন্ম।
আবারও দেখি মরানদীতে উন্মাদ স্রোতধারা
দুকূল ছাপিয়ে যৌবনের তীব্র ভয়ংকর ছাপ যেনো
পোড় খাওয়া মানুষের মাঝে ছড়িয়ে দেয়
বাঁচা মরার তীব্র বিষাদ।
বর্ষার আহ্বানে আকন্ঠ তৃষ্ণায়
গর্ভবতী হয় অভয়ারণ্য,
সংসার পাতার হিড়িকে
জেগে ওঠে প্রাণের হিল্লোল গাছের শাখায় শাখায়,
শুনি মধুলোভী ভোমরার গুনগুন গান
ফুলে ফলে রঙছটা প্রজাপতির দুরন্ত উড়াউড়ি,
মৌতাত হয় প্রেম, রিমঝিম সুরে সুরে।