মোহামেডানের কাছ থেকে পয়েন্ট কেড়ে নিল চট্টগ্রাম আবাহনী

স্পোর্টস ডেস্ক | শনিবার , ৪ মে, ২০২৪ at ১১:১২ পূর্বাহ্ণ

ঐতিহ্যবাহী মোহামেডানের কাছ থেকে পয়েন্ট কেড়ে নিয়েছে চট্টগ্রাম আবাহনী। শুক্রবার শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ১১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান। শুরুতে এগিয়ে গিয়েছিল সাদাকালো জার্সিধারীরাই। কিন্তু প্রথমার্ধেই সমতা ফিরিয়ে এক পয়েন্ট ছিনিয়ে নেয় চট্টগ্রাম আবাহনী। হলুদ কার্ডের কারণে এ ম্যাচে মোহামেডানের আক্রমণভাগে ছিলেন না সোলেমান দিয়াবাতে। শুরুতে কোনো দলই সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি। তার অভাব খানিকটা অনুভূত হলেও ২৭ মিনিটে প্রথম আক্রমণ থেকেই এগিয়ে যায় সাদাকালোরা। মেহেদী হাসানের লং পাস প্রতিপক্ষের এক ডিফেন্ডার পুরোপুরি ক্লিয়ার করতে পারেননি। তার দুর্বল শটে বল চলে যায় আরিফের পায়ে। বক্সের বাইরে থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন ২২ বছর বয়সী এই তরুণ ফরোয়ার্ড। ম্যাচে ফিরতে মাত্র ছয় মিনিট লাগে চট্টগ্রাম আবাহনী। বক্সের বাইরে থেকে দৃষ্টিনন্দন বাঁকানো ফ্রি কিকে সমতা ফেরান নাইজেরিয়ান ফরোয়ার্ড ডেভিড ইফেগুই। দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের খোঁজে থাকলেও পায়নি কাঙ্খিত লক্ষ্যের দেখা। ১৪ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মোহামেডান। ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস। অস্কার ব্রুজোনের দল অবশ্য এক ম্যাচ কম খেলেছে। অন্যদিকে পাঁচে উঠে এসেছে চট্টগ্রাম আবাহনী। ১৪ ম্যাচে তাদের সংগ্রহ ১৭ পয়েন্ট।

পূর্ববর্তী নিবন্ধটি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ার তালিকায় বাংলাদেশের সৈকত
পরবর্তী নিবন্ধশিশু ও গণশিক্ষা কার্যক্রমের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ