মোমবাতির গণজোয়ার কেউ রুখতে পারবে না

গণসংযোগকালে সামাদ

| বুধবার , ২৬ এপ্রিল, ২০২৩ at ১০:২৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান আল্লামা এম এ মতিন বলেছেন, চট্টগ্রাম৮ আসন উপনির্বাচনে মোমবাতির প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। সুষ্ঠু ভোটে মোমবাতির গণজোয়ারকে রুখতে পারবেন না।

চট্টগ্রাম৮ আসন উপনির্বাচনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত ও আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশ সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আল্লামা স..ম আবদুস সামাদের মোমবাতি প্রতীকের ২টি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান এম এ মতিন এসব কথা বলেন। গত সোমবার অধ্যক্ষ সামাদ প্রচারণার সর্বশেষ দিনে বহদ্দারহাট মোড়ে পথসভার মাধ্যমে গণসংযোগ শুরু করে চান্দগাঁও সিডিএ আবাসিক, খাজা রোড, বলিরহাট, ষোলশহর, হামজারবাগ, সিএন্ডবি, রাস্তারমাথা, কামাল বাজার, কালুরঘাট, বোয়ালখালীর চরণদ্বীপ ইউপি, সারোয়াতলী ইউপিতে ব্যাপক গণসংযোগ করেন। গণসংযোগকালে উপস্থিত ছিলেন, আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুফতি সৈয়দ অছিয়র রহমান আলকাদেরী, আল্লামা রফিক উদ্দিন সিদ্দিকী, অ্যাডভোকেট আবু নাছের তালুকদার, মুফতি আল্লামা হারুনুর রশীদ প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে দুই ডাকাতকে অস্ত্রসহ গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবিশ্ব কলোনি থেকে গৃহবধূর লাশ উদ্ধার