চকরিয়ার উপকূলীয় পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মেধাবী ২০ জন শিক্ষার্থীকে ‘সুমাইয়া শিক্ষা বৃত্তি’ প্রদান করা হয়েছে। বৃত্তি হিসেবে সপ্তম থেকে দশম শ্রেণীর ৫ জন করে ২০ শিক্ষার্থীর প্রত্যেককে নগদ ২৪০০ টাকা এবং সনদপত্র প্রদান করা হয়।
এই উপলক্ষে গতকাল বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো. শহীদ উল্লাহ।
প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো. রিদুয়ানুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ওয়াহিদুজ্জামান চৌধুরী ফয়সাল।