শততম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলার মাইলফলকে পা রেখেছেন মুশফিকুর রহিম। সিরিজের প্রথম ম্যাচেই এই মাইলফলক গড়তে পারতেন মুশফিক। তবে চোটের কারণে ম্যাচটি তিনি খেলতে পারেননি। তাই দ্বিতীয় ম্যাচেই তার এই কীর্তি পুরন হলো। শততম ম্যাচ উপলক্ষে গতকাল টসের আগে মুশফিকুর রহিমের হাতে বিশেষ স্মারক তুলে দেন জাতীয় দলের টিম লিডার খালেদ মাহমুদ সুজন। সতীর্থরা এসময় তাকে করতালির মাধ্যমে অভিনন্দিত করেন। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই রেকর্ড গড়লেন মুশফিক। এর আগে বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ টাইগারদের হয়ে এই কীর্তি স্পর্শ করেন। এদিকে বিশ্বের মাত্র ১১তম ক্রিকেটার হিসেবে ১০০তম টি-টোয়েন্টি খেলতে নামলেন মুশি। সর্বপ্রথম রেকর্ডটি গড়েছিলেন পাকিস্তানের শোয়েব মালিক।