মুজিব তুমি চলে গেলে
হৃদয় শূন্য করে,
তুমি ছাড়া স্বাধীনতা
নেই আমাদের ঘরে।
তুমি ছিলে উদার মনের
লক্ষ লোকের মাঝে,
বাঙালিরা সাহস পেতো
তোমার কথায় কাজে।
আশায় বলো, ভাষায় বলো
শঙ্কিত আজ জাতি,
তোমার পরে আজ অবধি
দুঃখ হলো সাথী।
তোমার পরে করতে শাসন
আসছে দেশে যারা,
তোমার মতো এতো উদার
নয় মোটেও তারা।
তোমার মতো এতো সাহস
দেয় নাতো আর কেহ,
শাসন নামে করছে শোষণ
পোড়ায় মন ও দেহ।
মুজিব তুমি আবার এসো
বাংলা মায়ের ঘরে,
হৃদয় আমার আজ অবধি
কাঁদছে তোমার তরে।