মুজিববর্ষ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণীতে আসছেন কাজি সালাহউদ্দিন

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ১৬ অক্টোবর, ২০২০ at ৭:২৮ পূর্বাহ্ণ

চতুর্থ মেয়াদের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন কিংবদন্তী ফুটবলার কাজি সালাহউদ্দিন। এরই মধ্যে দায়িত্বও নিয়ে নিয়েছেন তিনি। দায়িত্ব নিয়ে প্রথম কোন সফরে
বাফুফে সভাপতি আসছেন চট্টগ্রামে। আগামী ১৮ অক্টোবর রোববার চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত মুজিব বর্ষ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখবেন তিনি। এরপর পুরস্কার বিতরণ করবেন। চতুর্থ মেয়াদের জন্য ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব নেওয়ার পর জেলার ফুটবলের উন্নয়নের দায়িত্ব নিজের হাতেই নিয়েছেন কাজি সালাহউদ্দিন। তার সে কাজের প্রথম যাত্রাটা হবে চট্টগ্রাম থেকে। করোনার কারণে দেশের কোথাও কোন ফুটবল খেলা শুরু করতে না পারলেও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা মাঠে নামিয়েছে ফুটবলকে। যেখানে দেশের তারকা ফুটবলাররাও অংশ নিচ্ছে। আর সে টুর্নামেন্ট এখন একেবারে শেষের দিকে। আর একদিন পরই নামবে টুর্নামেন্টের পর্দা। আর সেদিনই বাফুফে সভাপতি হাজির থাকবেন মাঠে। এখন দেখার বিষয় চট্টগ্রামের ফুটবলের উন্নয়নে কি ঘোষণা দেন বাফুফে সভাপতি।

পূর্ববর্তী নিবন্ধআগামী বছর অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ নাও হতে পারে বাংলাদেশে
পরবর্তী নিবন্ধসন্দ্বীপে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন