কোয়ালিটি স্কুল অব ক্রিকেট আয়োজিত মুজিববর্ষ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে গতকাল দুটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় ইস্পাহানি ক্রিকেট একাডেমি ১৩ রানে ইয়ং ডাইনামেটস ক্লাব অব চিটাগাংকে পরাজিত করে। টসে হেরে ইস্পাহানি ক্রিকেট একাডেমি ৫ উইকেট হারিয়ে নির্ধারিত ওভারে ১১৮ রান সংগ্রহ করে। জবাবে ইয়ং ডাইনামেটস ক্লাব অব চিটাগাং সবকয়টি উইকেট হারিয়ে ১০৫ রান সংগ্রহ করে। বিজয়ী দলের আরফিন ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে তাকে পুরস্কৃত করেন সদস্য, আহ্বায়ক কমিটি চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী লীগ এস এম হুমায়ন কবির। দিনের দ্বিতীয় খেলায় রাইসিং ষ্টার ৭০ রানে উদয়মান ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। টসে জিতে রাইসিং ষ্টার ৭ উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করে। জবাবে উদয়মান ক্রিকেট একাডেমি সবকয়টি উইকেট হারিয়ে ৫৮ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের সাদ্দাম ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। তাকে পুরস্কৃত করেন স্ম্যাক লিমিটেড এর পরিচালক নুরল মতিন শামীম।