মুক্তি পাচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের ছবি

| বৃহস্পতিবার , ১৯ নভেম্বর, ২০২০ at ১০:০৭ পূর্বাহ্ণ

‘অবলম্বন’ ছবির কাজ ‘অভিযান’ ছবির আগেই শেষ করেছিলেন ফেলুদা খ্যাত সৌমিত্র চট্টোপাধ্যায়। বেঁচে থাকতে সৌমিত্র চট্টোপাধ্যায় যেসব ছবির কাজ করছিলেন সেগুলোর মধ্যে পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ‘অভিযান’ ছবির কথা বেশ কয়েকবার সংবাদ মাধ্যমে এসেছে। তবে এই ছবির কাজের আগেও আরেকটি ছবির ডাবিংয়ের কাজ তিনি শেষ করেছিলেন। খবর বিডিনিউজের।
নাড়ুগোপাল মণ্ডল পরিচালিত ছবিটির নাম ‘অবলম্বন’। মুক্তি পেলে এটাই হবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর প্রথম ‘মুক্তিপ্রাপ্ত’ ছবি। আনন্দবাজার ডটকম জানায়, এই ছবিতে আরও অভিনয় করেছেন লিলি চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তী, মেঘনা হালদার প্রমুখ।
লিলি চৌধুরী ছবিতে একজন বিধবা নারীর চরিত্রে অভিনয় করেছেন। তিনি আক্ষেপ করে এই সংবাদ মাধ্যমকে বলেন, ছবিতে দুজনে কাজ করলেও আমাদের একসঙ্গে কোনও দৃশ্য ছিল না। আফসোস রয়ে গেল।
পরিচালক নাড়ুগোপাল মণ্ডল এই ছবির মাধ্যমে সৌমিত্রকে নিয়ে তৃতীয়বারের মতো কাজ করেছেন। মণ্ডল বলেন, আমার মতো একজন আনকোরা পরিচালকে কাজ করার পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন তার মতো বিশাল মাপের অভিনেতা। কোনো শট একাধিকবার টেক করতে বললেও কখনও আপত্তি করেননি। ওর সঙ্গে কাজ করতে পারা আমাদের জন্য সৌভাগ্যের।
ছবির কাহিনি এগিয়েছে একজন লেখককে ঘিরে। যিনি ‘অবলম্বন’ নামের একটি উপন্যাস লেখার পর আবিষ্কার করতে থাকেন তার নিজের জীবনে উপন্যাসের চরিত্রগুলোই ধরা দিচ্ছে। আর এই লেখকের চরিত্রেই রূপদান করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। ‘অবলম্বন’ মুক্তি দেওয়ার কথা চূড়ান্ত করা হয়েছে ডিসেম্বর মাসে।

পূর্ববর্তী নিবন্ধছেলেকে ভারতে রাখতে চান না সনু নিগম
পরবর্তী নিবন্ধ৫ম বর্ষপূর্তিতে দীপ্ত টিভি