মুক্তির আগেই ‘মোনা : জ্বীন-২’ পোস্টার নকলের বিতর্কে

| বুধবার , ২০ মার্চ, ২০২৪ at ৫:০৫ পূর্বাহ্ণ

ঢাকাই সিনেমায় নকলের থাবা পুরোনো। দেশীয় চলচ্চিত্রের স্বপ্নসম্ভাবনাকে বুড়ো আঙুল দেখিয়ে নকল সিনেমা নির্মাণ, নকল পোস্টার তৈরি করেই যাচ্ছেন নির্মাতারা। তামিল, তেলেগু, হিন্দি সিনেমা নকল করে সিনেমা নির্মাণ কিছুটা কমলেও পোস্টার নকল হরহামেশাই হচ্ছে। নকল সিনেমা কিংবা নকল পোস্টার তৈরি করে দর্শকদের ধোকা দিয়ে যাচ্ছেন নির্মাতাপ্রযোজক। এবার এই তালিকায় যুক্ত হলো ‘মোনা: জ্বীন২’ সিনেমার পোস্টার। ২০২১ সালে ‘মোনা’ ওয়েব ফিল্ম নির্মাণের ঘোষণা দেয় জাজ মাল্টিমিডিয়া। হরর গল্পের ওয়েব ফিল্মটি নির্মাণ করেন কামরুজ্জামান রোমান। পরে জাজ জানায় ওটিটিতে নয়, প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘মোনা’। সমপ্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির জন্য সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। আগামী রোজার ঈদে সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। তবে বদলে গেছে নাম। মোনা হয়ে গেছে ‘মোনা: জ্বীন২’। গতকাল মঙ্গলবার (১৯ মার্চ) জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে এর অফিসিয়াল পোস্টার প্রকাশ করা হয়। মন্তব্যের ঘরে নকলের অভিযোগ করেছেন অনেকে। মুক্তিপ্রাপ্ত হরর ‘মুনকার’ সিনেমার পোস্টারের সঙ্গে সিনেমাটির মিল পাওয়া গেছে। জেসমিন নামে একজন মন্তব্যের ঘরে লেখেন, ইন্দোনেশিয়ার মুভির অনুকরণে পোস্টার। গল্পও হয়তবা তাই হবে।

পূর্ববর্তী নিবন্ধ২২ মার্চ থেকে আইস্ক্রিনে মঞ্চ নাটকের যাত্রা
পরবর্তী নিবন্ধকলকাতায় পরীমণির নতুন ইনিংস শুরু