মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস আজ

| সোমবার , ৭ নভেম্বর, ২০২২ at ১০:১৫ পূর্বাহ্ণ

আজ ৭ নভেম্বর। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এই দিনটিকে মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস হিসাবে পালন করে। ১৯৭৫ সালের এদিনে, সিপাহী বিপ্লবের নামে প্রথমে হত্যা করা হয় তিন খ্যাতনামা মুক্তিযোদ্ধাকে। কোন কোন রাজনৈতিক সংগঠন এ দিনটি সিপাহী-জনতার অভ্যুত্থান দিবস হিসাবেও পালন করে। বিশিষ্টজনেরা মনে করেন সিপাহী বিপ্লবের নামে এদিন থেকে শুরু হয় মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের হত্যা প্রক্রিয়া আর শেষ হয় ১৯৮১ সালের ৩০ মে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। খবর বাসসের।

১৯৭৫ সালের এদিনে সিপাহী বিপ্লবের নামে প্রথমে হত্যা করা হয় তিন খ্যাতনামা মুক্তিযোদ্ধাকে। এরা হলেন- খালেদ মোশাররফ বীর উত্তম, কে এন হুদা বীর উত্তম এবং এ টি এম হায়দার বীর বিক্রম।

দশম বেঙ্গল রেজিমেন্টের সদর দপ্তরে অবস্থানকালে সকালে তাদের একেবারে কাছ থেকে গুলি করে হত্যা করে দু’জন কোম্পানি কমান্ডার আসাদ এবং জলিল। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ আজ দেশব্যাপী সিপাহী জনতার অভ্যুত্থান দিবস নামে দিনটি পালন করবে।

পূর্ববর্তী নিবন্ধএকদিনে ১ কোটি ২৩ লাখ টাকা আয়কর জমা
পরবর্তী নিবন্ধবিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস ভুলে যাবেন না : প্রধানমন্ত্রী