এবারের প্রিমিয়ার লিগে কাগজে কলমে শিরোপা প্রত্যাশী কয়েকটি দলের মধ্যে অন্যতম ব্রাদার্স ইউনিয়ন এবং মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। লিগের সপ্তম দিনে এসে মুখোমুখি হয়ে গেল দুদল। যে দল জিতবে সে দল এগিয়ে যাবে। তেমন ছিল সমীকরণ। আর সে সমীকরণে বড় বাধা টপকে গেল ব্রাদার্স ইউনিয়ন। লিগে টানা দ্বিতীয় ম্যাচে জয় পেল গতবারের রানার্স আপরা। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ২–১ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে। অপরদিকে দুই ম্যাচের প্রথমটিতে শতদল ক্লাবের সাথে ড্র করা মুক্তিযোদ্ধা দ্বিতীয় ম্যাচে এসে হেরেই গেল। ফলে শিরোপা জয়ের পথে বড় ধাক্কা খেল মুক্তিযোদ্ধা।
গতকাল ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল ব্রাদার্স ইউনিয়ন। আক্রমণেও এগিয়ে ছিল তারা। ফলে খেলার ১২ মিনিটেই এগিয়ে যায় ব্রাদার্স। একটি সংঘবদ্ধ আক্রমণ থেকে বল নিয়ে মুক্তিযোদ্ধার ডিবক্সে ঢুকে পড়েছিলেন ব্রাদার্সের আশিক। মুক্তিযোদ্ধার গোল রক্ষক তাকে টেনে ফেলে দিলে রেফারী পেনাল্টির নির্দেশ দেন। আশরাফুলের নেওয়া পেনাল্টি শট প্রথম দফায় ঠেকিয়ে দিয়েছিলেন মুক্তিযোদ্ধার গোল রক্ষক। কিন্তু ফিরতি বলে শট নিয়ে বল জালে পাঠিয়ে দেন আশরাফুল। ৩১ মিনিটে সমতা ফেরানোর একটি সুযোগ পেয়েছিল মুক্তিযোদ্ধা। বামপ্রান্ত দিয়ে আক্রমণে উঠে ডি বক্সের বাইরে থেকে দারুন ক্রস করেছিলেন শেখ আহমদ। কিন্তু বক্সে দাঁড়ানো এলিটা মাথা লাগাতে ব্যর্থ হলে সমতা ফেরানোর সহজ সুযোগটি হাতছাড়া হয়ে যায় মুক্তিযোদ্ধার। এরপর খেলার ৪১ মিনিটে আরো একটি গোল হজম করে বসে মুক্তিযোদ্ধা। এবার মুক্তিযোদ্ধার ডি বক্সের বাইরে ফ্রি কিক লাভ করে ব্রাদার্স। আশরাফুলের নেওয়া সে ফ্রিকিক কোনাকোনিভাবে জড়ায় জালে। ফলে ২–০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাদার্স।
বিরতি থেকে ফিরে অবশ্য বল দখল এবং আক্রমণের ধার বাড়ানোর কাজটি বেশ ভালই করতে থাকে মুক্তিযোদ্ধা। এলিটাকে তুলে নেওয়ায় আক্রমণের ধারও যেন বাড়ে মুক্তিযোদ্ধার। কিন্তু বারবার আক্রমণে উঠলেও গোলের দেখা পাচ্ছিল না মুক্তিযোদ্ধা। অবশেষে গোল পেয়েছে বটে মুক্তিযোদ্ধা ততক্ষণে বেশ দেরি হয়ে গেছে। দ্বিতীয়ার্ধের ৩৫ মিনিটে ব্যবধান কমায় মুক্তিযোদ্ধা। ডান প্রান্ত দিয়ে আক্রমণে উঠে ব্রাদার্স ডি বক্সের সামনে সৃষ্ট জটলা থেকে দারুন এক শটে জাল কাঁপান রফিকুল। ব্যবধান কমে দাঁড়ায় ২–১। এরপর আরো বাড়ে মুক্তিযোদ্ধার আক্রমণের ধার। কিন্তু গোলের দেখা পায়নি। এরই মধ্যে খেলার ইনজুরি সময়ে সমতা ফেরানোর সহজ একটি সুযোগ পেয়েছিল মুক্তিযোদ্ধা। বামপ্রান্ত থেকে আজিজুলের মাইনাসে রিতু মাথা ছোঁয়াতে পারলেই খেলায় সমতা ফিরতে পারতো। কিন্তু সেটা করতে পারেনি রিতু। ফলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বিজয়ী দল ব্রাদার্স ইউনয়িনের আশরাফুল। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর রায়হান উদ্দিন রুবেল।
আজকের খেলা
মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজ বনাম শতদল ক্লাব। (বিকেল সাড়ে তিনটা)।