বঙ্গবন্ধু, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়তে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি। গত শনিবার পটিয়া সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হুইপ বলেন, এ দেশের একজন মানুষ হিসেবে তাদের বঙ্গবন্ধুকে জানতে হবে, তার আত্মজীবনী পড়তে হবে।
মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস পাঠ করতে হবে। মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ কোনো কিছুর বিনিময়ে ভুলে যাওয়ার মতো নয়। তাদের রক্ত ও ত্যাগের বিনিময়ে আমাদের এই জাতীয় পতাকা।
কলেজ ছাত্রলীগ আয়োজিত নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সংগঠনের সভাপতি গিয়াস উদ্দিন সাব্বিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল হান্নানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম বোরহান উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মোজাম্মেল হক, উপাধ্যক্ষ প্রফেসর ফেরদৌস আলম, মোরশেদ আলম অভি, আবু তৈয়ব সোহেল, অজয় শীল, শেখ সোহেল, ইনতেসার ফাহিম প্রমুখ।












