করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় মীরসরাই উপজেলার ১১নং মঘাদিয়ায় জনসাধারণের মাঝে ১১ হাজার মাস্ক বিতরণের উদ্বোধন ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে মঘাদিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টারের সভাপতিত্বে ও ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি আব্দুল হালিম মাস্টার, ইউপি সদস্য নাসির উদ্দিন মিলনের যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মঘাদিয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি তোফায়েল উল্ল্যা চৌধুরী নাজমুল, মুক্তিযোদ্ধা কমান্ডার নুর হোসেন, মাওলানা অলিউল্লাহ। এসময় উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকন, উপজেলা আ.লীগের সদস্য নুরুল গনি, মফিজ মাষ্টার, গোলাম ফারুক, আলাউদ্দিন, ডা. তমাল, মো.আলমগীর, শরীফ ইকবাল, মাহফুজ আলম, নুরুল আবছার, দিদারুল আলম, নিখিল চন্দ্র নাথ, আলাউদ্দিন, রিয়াজ উদ্দিন, মেজবাহ উদ্দিন আলমগীর আলম, মো.রিপন।
প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী পদক্ষেপের কারণে বিশ্বের অনেক উন্নত দেশের তুলনায় আমাদের দেশে করোনা পরিস্থিতি অনেক ভালো, মৃত্যু ও আক্রান্তের হার অনেক কম। তবে শীত মৌসুম শুরু হওয়ায় প্রকোপ বৃদ্ধি পেতে পারে। করোনা প্রতিরোধে সকলের সচেতনতার বিকল্প নেই। তিনি সকলকে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার ও শারীরিক দুরত্ব বজায় রাখার অনুরোধ জানান। প্রেস বিজ্ঞপ্তি