মীরসরাইয়ে বাবা-মেয়েসহ নিহত ৩

কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকারের ধাক্কা ‘চোখে ঘুম নিয়ে গাড়ি চালানোর জন্যই এমন দুর্ঘটনা’

মীরসরাই প্রতিনিধি | শনিবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৫ at ১১:২৩ পূর্বাহ্ণ

ঢাকাচট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার চট্টগ্রামমুখী লেনে কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় বাবা ও তার তিন বছরের শিশু কন্যা এবং এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী, পুত্রসহ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে আরও তিনজন।

গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে ঢাকাচট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিঘী বাজার এলাকায় উক্ত দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা হলেন ঢাকার উত্তরা ১০ নম্বর সেক্টরের গোলাম সরোয়ার (৪২) ও তার শিশু কন্যা মুসকান () এবং প্রাইভেটকারের যাত্রী কিশোরগঞ্জের নিকলি থানার ফার্নিচার কারিগর সাগর (৩০)। আহতদের মধ্যে রয়েছেন নিহত সরোয়ারের স্ত্রী উম্মে সালমা (৩২), ছেলে আহমেদ ইমতিয়াজ () এবং গাড়িচালক গিয়াস উদ্দিন (৩০)। আহতদের আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, সকালে পরিবার নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম ও কক্সবাজার ভ্রমণে যাচ্ছিলেন গোলাম সারোয়ার। চালক চোখে ঘুম নিয়ে গাড়ী চালানোর জন্যই এমন দুর্ঘটনা বলে প্রত্যক্ষদর্শীদের ধারণা। পথে ঠাকুরদিঘী বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের (ঢাকা মেট্টো উ, ১১৭১৬৮) পেছনে তাদের প্রাইভেটকার (ঢাকা মেট্টো ঘ, ১৩৭৩৪৮) সজোরে ধাক্কা দিলে গাড়িটি দুমড়েু মুচড়ে যায়। ঘটনাস্থলেই বাবা, মেয়ে ও চমেক হাসপাতালে যাত্রী সাগর প্রাণ হারান।

জোরারগঞ্জ হাইওয়ে থানার এসআই বোরহান উদ্দিন বলেন, ঢাকা থেকে চট্টগ্রামগামী প্রাইভেটকারটি দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাবা ও শিশু কন্যা মারা যায়। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

পূর্ববর্তী নিবন্ধপল্লী বিদ্যুৎ সমিতির ‘গণছুটি’ স্থগিত
পরবর্তী নিবন্ধ৬৫০ কোটি টাকায় সংস্কার হবে হিজরা খাল