মীরসরাইয়ে রবীন্দ্র-নজরুল জয়ন্তী

মীরসরাই প্রতিনিধি | শনিবার , ১ জুন, ২০২৪ at ৭:২৪ পূর্বাহ্ণ

শিল্পের সুন্দরতম চর্চায় নন্দিত রবীন্দ্রনাথ আমাদের হৃদয়ে লালিত, আবার চেতনার গহীনে সাম্য শান্তিসহ শত শুদ্ধতম চিন্তায় মননে নজরুল। মীরসরাইয়ে রবীন্দ্রনজরুল জয়ন্তী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। স্থানীয় খবরিকার উদ্যোগে গতকাল শুক্রবার খবরিকা মিলনায়তনে কবি ও সাংবাদিক মাহবুব পলাশের সভাপতিত্বে অভিনেতা ও কবি জিয়াউর রহমান জিতুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাট্যকার মঈন উদ্দিন আহমদ চৌধুরী সেলিম। বিশেষ অতিথি ছিলেন, কবি মাহমুদ নজরুল। প্রধান আলোচক ছিলেন, প্রফেসর শিমুল কান্তি ভৌমিক। আলোচক ছিলেন, প্রাবন্ধিক নাছির উদ্দিন ভূঞা। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন, রণজিত ধর, বেলাল হোসেন মামুন, নীপা মজুমদার, মামুন ও নিপা। আবৃত্তি পরিবেশন করেন মাহবুব পলাশ, তাছলিমা চৌধুরী সুরভী, সুবর্ণা চক্রবর্তী, চন্দনা চক্রবর্তী, সুবর্ণা রাণী নাথ, সোহান।

সবশেষে সমবেত কন্ঠে পরিবেশন করেন নজরুলের ‘কারার ঐ লৌহ কপাট’। সঙ্গীত পরিচালনা করেন রণজিত ধর। তবলায় ছিলেন তমাল বাবু।

পূর্ববর্তী নিবন্ধদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় জিয়ার অবদান অবিস্মরণীয়
পরবর্তী নিবন্ধহারানো ল্যাপটপ খুঁজে পেলো যুবক