মীরসরাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধির সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়

মীরসরাই প্রতিনিধি | বুধবার , ১৪ আগস্ট, ২০২৪ at ৭:৫৪ পূর্বাহ্ণ

বৈষম্য রিবোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম জেলার এক প্রতিনিধি দল গতকাল মঙ্গলবার মীরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় করে উপজেলা প্রশাসন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগনের সাথে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিনের সভাপতিত্বে এবং সহকারি কমিশনার ভূমি প্রশান্ত চক্রবর্তির সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম জেলার প্রতিনিধিবৃন্দ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী জুনাইদুল ইসলাম, সুলতানুল আরেফিন ও শওকত আকবর। অন্যান্য শিক্ষার্থী নাহিদা সুলতানা, সিহাব হাসান চৌধুরী এবং ওমর ফারুক নয়ন। এসময় বক্তাগন জানান দেন চট্টগ্রাম জেলা ছাড়া কোন উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্রদের কোন সমন্বয়ক নেই। কেউ সমন্বয়ক বা ছাত্রনেতা নামে যেন কোন প্রকার অন্যায় কোথাও করতে না পারে এই বিষয়ে সজাগ থাকতে হবে সবাইকে। ছাত্রপ্রতিনিধিগন আরো বলেন এখন থেকে এই উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান চলবে রাজনীতিমুক্ত।

প্রতিটি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান নিজেদের প্রতিষ্ঠানের নিয়ম নীতি ও ভালো কর্মকান্ডের মাধ্যমে স্ব স্ব প্রতিষ্ঠান ও ক্যাম্পাস পরিচালনার অনুরোধ করেন। কোন অন্যায় বা অংসংগতি পরিহার করে মাদকবিরোধী ক্যাম্পাস গড়ার অনুরোধ ও করেন ছাত্রপ্রতিনিধিগণ। এছাড়া গনমাধ্যমকর্মীদের ও নির্বিঘ্নে কাজ করার সাহস জোগান ছাত্রপ্রতিনিধিগন। মতবিনিময় সভার শুরুতে এবারের ছাত্র আন্দোলনে শহীদ হওয়া সকল শিক্ষার্থীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের ২১০০ পরিচ্ছন্নতা কর্মীকে আর্থিক সহায়তা দিয়েছে ইউনিলিভার
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে দোয়া মাহফিল