মীরসরাইয়ে জন্মাষ্টমী উদযাপন

মীরসরাই প্রতিনিধি | শুক্রবার , ৮ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৩০ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে যথাযথ মর্যাদায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মোৎসব পালন করা হয়েছে। জন্মাষ্টমী উদযাপন পরিষদ মীরসরাই শাখার উদ্যোগে বুধবার মীরসরাই পৌরসদরে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রার পূর্বে মীরসরাই কেন্দ্রীয় কালি মন্দিরে আলোচনা সভা, গীতা পাঠ, চিত্রাঙ্কন প্রতিযোগীতা, গীতা পাঠ প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি ঢাকাচট্টগ্রাম মহাসড়কের পৌর সদরাংশ প্রদক্ষিণ করে।

শোভাযাত্রার উদ্বোধন করেন মীরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন, মীরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার মনিরুল ইসলাম, মীরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন, বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি উত্তম কুমার শর্মা, মীরসরাই পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ সরকার, সহসভাপতি অনির্বাণ চৌধুরী রাজিব, সাধারণ সম্পাদক সজল শীল, উপজেলা কেন্দ্রীয় কালি মন্দির কমিটির সভাপতি সুদর্শন রায়, সাধারণ সম্পাদক জহরলাল নাথ অভি, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরিমল কর্মকার, সাধারণ সম্পাদক গোপী কুমার দাসসহ ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভার বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধআলীকদমে ৫০ হাজার পিস ইয়াবাসহ ২ সহোদর আটক
পরবর্তী নিবন্ধআ’লা হযরত তরুণ সংঘের মাহফিল