মীরসরাইয়ে খোলা নুডলস ও বেশি দামে ফল বিক্রি, জরিমানা

মীরসরাই প্রতিনিধি | সোমবার , ১ এপ্রিল, ২০২৪ at ১০:৪৪ পূর্বাহ্ণ

মীরসরাই পৌর সদর বাজারে খোলা বাজারের অনুমোদনবিহীন নুডলস বিক্রি ও ফল দোকানে অতিরিক্ত মূল্যের দায়ে কয়েকটি দোকানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তি জানান, গতকাল রোববার সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মীরসরাই বাজারে অনুমোদনহীন নুডলস বিক্রয় ও আঙুরের দাম বেশি রাখার অপরাধে ২টি পৃথক মামলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ২ জনকে ১৫০০ টাকা অর্থদণ্ড এবং পরবর্তীতে পদুয়া নামক স্থানে অনুমোদনহীন সরিষার তেল বিক্রয়ের অপরাধে অভিযুক্ত ব্যক্তি ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বিএসটিআই কর্মকর্তা মাহফুজুর রহমান ও মীরসরাই থানা পুলিশ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষাবিদ মওলানা ফৌজুল কবীরের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধবায়েজিদে ফ্ল্যাটে গাঁজার ব্যবসা, ২৭ কেজিসহ দুইজন গ্রেপ্তার