আলোচিত মাহমুদা খানম মিতু খুনে আদালতে সাক্ষ্য দিয়েছেন মিতুর স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের ব্যবসায়িক বন্ধু সাইফুল হক। গতকাল চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিন তার সাক্ষ্য রেকর্ড করেন।
সাক্ষে সাইফুল বলেন, আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে বাবুল আক্তারের সাথে পরিচয়। লেখাপড়া শেষে ঢাকায় চাকরি করাকালীন তার সাথে সম্পর্ক অব্যাহত থাকে। পরবর্তীতে আমি চাকরি ছেড়ে দিয়ে ঢাকার মোহাম্মদপুরে প্রিন্টিং ব্যবসা শুরু করি। ব্যবসার এক পর্যায়ে আর্থিক সংকট দেখা দিলে আমি বাবুল আক্তারকে আমার ব্যবসায়ে বিনিয়োগের প্রস্তাব দিই। একপর্যায়ে তিনি মিতু ভাবির নামে ৫ লাখ টাকা বিনিয়োগ করেন। ২০১৬ সালের যেদিন মিতু ভাবি খুন হন সেদিন আমার মোবাইলে অপরিচিত এক নম্বর থেকে কল আসে। অপর প্রান্ত থেকে বলা হয়, ‘আপনি কি টাকা পাঠিয়েছেন? কিসের টাকা জিজ্ঞাসা করলে বলে, বাবুল আক্তার টাকার কথা বলে নাই? তখন কলের লাইন কেটে যায়। এর ২/৩ দিন পর আমার অফিস সহকারী মোখলেসুর রহমান ইরাদকে নিয়ে বাবুল আক্তারের শ্বশুরবাড়িতে সমবেদনা জানাতে যাই। সেসময় বাবুল আক্তার ব্যবসায় উনার বিনিয়োগকৃত টাকা ফেরত চান। একটি মোবাইল নম্বর দিয়ে কোথায় টাকা পাঠাতে হবে, সেটা জেনে নিতে বলেন। আমি উক্ত নম্বরটি ইরাদকে দিই। সরল মনে মানবিক দিক বিবেচনার জন্য আমার অ্যাকাউন্টসকে নির্দেশ দিই। পরবর্তীতে ইরাদের মাধ্যমে আমি জানতে পারি ৩ লক্ষ টাকা বিভিন্ন পরিমাণে বিভিন্ন নম্বরে বিকাশ করা হয়েছে।