মা

মোহিনী সংগীতা সিংহ | বৃহস্পতিবার , ১৮ মে, ২০২৩ at ৫:৩৫ পূর্বাহ্ণ

তুমি আমার ফাগুন ডানা,

বর্ষালু মেঘ ছাতা।

তুমি আমার ইচ্ছা স্বাধীন

ঘুড়ি, নাটাই, যাতা।

তুমি আমার মধ্য দুপুর,

রৌদ্র নীরবতা।

তুমি আমার সিন্ধু সুধায়

হৈম গভীরতা।

তুমি আমার শিশুর হাসি,

রংধনুকের পাঁজর।

তুমি আমার কাব্য পটে,

প্রিয় তুলির আঁচড়।

তুমি আমার তৃষ্ণাকাতর

শুকনো বুকে জল।

তুমি আমার যুদ্ধপীঠে

তারুণ্যতার বল!

তুমি আমার রূঢ় ক্ষেতে

কাঁদামাটির হাল।

 

তুমি আমার ঝাঁকের শালিক,

ব্যস্ত বেসামাল।

তুমি আমার ছায়াতরু,

বর্ষীয়ানা গাছ।

তুমি আমার আশীর্বাণী

ভালো হয়ে বাঁচ’!

তুমি আমার কবিতার ‘,

রক্তডোবা বর্ণ!

তুমি আমার তে মাটি

সবুজে গড়া স্বর্ণ!

পূর্ববর্তী নিবন্ধনলিনীকান্ত সরকার: হাস্যরসিক গায়ক ও সাহিত্যবোদ্ধা
পরবর্তী নিবন্ধফড়িংয়ের স্বাধীনতা